রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নুরের ওপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে এনসিপির মশাল মিছিল

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ 
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৫, ১০:৪৭ পিএম

শেয়ার করুন:

নুরের ওপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে এনসিপির মশাল মিছিল

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (৩০ আগস্ট) রাত ৮টায় ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মশাল মিছিল বের হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ‘মুক্তিযুদ্ধের বিরোধীতাকারীরা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে’

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজার নেতৃত্বে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে পায়রা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন - জেলা জাতীয় নাগরিক পার্টির সদস্য নাসির আল সাদী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সাবেক সমন্বয়ক রত্না খাতুন, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রিহান হোসেন রায়হান।

আরও পড়ুন: আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ


বিজ্ঞাপন


এ সময় উপস্থিত ছিলেন - ঝিনাইদহ জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়ক আরেফিন কায়সার, হামিদ পারভেজ, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, এনসিপির সদস্য তরিকুল ইসলাম প্রমুখ।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর