বাগেরহাটের মোল্লাহাটে সড়ক দুর্ঘটনায় আব্দুল জব্বার (৭৭) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি মেয়ে নামজা বেগমের বাড়ি যাচ্ছিলেন।
শনিবার (৩০ আগস্ট) বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের মাদরাসাঘাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার।
নিহত আব্দুল জব্বার বাগেরহাটের চিতলমারী উপজেলার কালিগঞ্জ গ্রামের মৃত সেকেন উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানা যায়, বিকেলে আব্দুল জব্বার মাদরাসাঘাট এলাকায় সড়ক পার হচ্ছিলেন। এসময় ঢাকাগামী একটি অজ্ঞাত প্রাইভেটকার তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. শিমুল হোসেন তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, ঘাতক প্রাইভেটকারটিকে জব্দ করা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান এ কর্মকর্তা।
প্রতিনিধি/এসএস

