রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাহুবলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি,  হবিগঞ্জ 
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৫, ১০:০৮ পিএম

শেয়ার করুন:

বাহুবলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

হবিগঞ্জ জেলার বাহুবলে পানিতে ডুবে মুস্তাকিম বিল্লাহ নামের সাড়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। 

বুধবার (২৭ আগস্ট) বিকেল প্রায় ৩টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে এ ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: বান্দরবানে চাঁদের গাড়ি উল্টে এক নারী নিহত, আহত ৬ 

নিহত মুস্তাকিম বিল্লাহ আব্দুল্লাহপুর গ্রামের ইরফান মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে শিশু মুস্তাকিম বিল্লাহ খেলতে গিয়ে সবার অগোচরে বাড়ির সামনে পুকুরের পানিতে পড়ে যায়। পরে পুকুরের পানি থেকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: সাবেক স্ত্রীকে হত্যার পর বিষপানে যুবকের আত্মহত্যা


বিজ্ঞাপন


এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন বাহুবল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহেল মারুফ ফারুকী।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, শিশুটির মৃত্যুর খবরের বিষয়টি আমি অবগত নই।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর