বান্দরবানে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী চাঁদের গাড়ি উল্টে হ্লায়ইনু মার্মা (৪৮) নামে এক নারী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।
বুধবার (২০ আগস্ট) বিকেলে বান্দরবান চিম্বুক সড়কের বেতছড়া রাস্তার মেরাইং পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: সাবেক স্ত্রীকে হত্যার পর বিষপানে যুবকের আত্মহত্যা
নিহত হ্লায়ইনু মার্মা রোয়াংছড়ি উপজেলার বেতছড়া এলাকার নাচালং পাড়ার বাসিন্দা চথোয়াইমং-এর স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, হাট-বাজার শেষ করে বান্দরবান বাজার থেকে চাঁদের গাড়িতে করে বাড়ি ফিরছিল বেতছড়া এলাকার ১০-১২ জনের একটি দল। যাত্রাপথে গাড়িটি বেতছড়া রাস্তার মেরাইং পাড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
বিজ্ঞাপন
এতে গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন হ্লায়ইনু মার্মা। এ সময় আহত হয় গাড়িতে থাকা আরও ছয়জন যাত্রী। পরে স্থানীয়দের সহযোগিতায় সেনাবাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাকের আহমেদ জানান, সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/ এমইউ

