রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

যশোরে বিদেশি পিস্তলসহ আটক ২

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৫, ০৮:০৭ পিএম

শেয়ার করুন:

যশোরে বিদেশি পিস্তলসহ আটক ২

যশোরে ডিবির অভিযানে একটি বিদেশি পিস্তল, দু’টি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ দু’জনকে আটক করা হয়েছে। 

মঙ্গলবার (২৬ আগস্ট) তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: সাদুল্লাপুরে মাটির নিচে মিলল গুলি-পিস্তল

এর আগে সোমবার (২৫ আগস্ট) রাত ৯টা ৪০ মিনিটে যশোর সদর উপজেলার চাঁচড়া এলাকায় এ অভিযান চালানো হয়। 

আটকরা হলেন - যশোর জেলার বেনাপোল পোর্ট থানার ভবের বেড় গ্রামের আব্দুল আওয়ালের ছেলে ফরহাদ হোসেন (৩২) ও একই গ্রামের আফজাল হোসেন বিশ্বাসের ছেলে সাকিব হোসেন (১৯)।

আরও পড়ুন: ফুলগাজীতে ২ গ্রেনেড উদ্ধার


বিজ্ঞাপন


ডিবি যশোরের অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভুঞা জানান, বেনাপোল থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান (রেজিস্ট্রেশন নম্বর—ট-১-২১৭৭) চাঁচড়া-পালবাড়িগামী মহাসড়কে থামিয়ে তল্লাশি করে দু’জনকে আটক করা হয়। 

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দীর্ঘদিন ধরে বেনাপোল এলাকা থেকে অস্ত্র বহন করে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের কাছে পৌঁছে দেওয়ার কথা স্বীকার করেন। ওই গাড়ির চালকের আসনের নিচ থেকে কচটেপ মোড়ানো অবস্থায় একটি পিস্তল, দু’টি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিবির এসআই (নিঃ) শেখ আবু হাসান বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন। মঙ্গলবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর