রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জমি বরাদ্দ থাকলেও তিন দশকে হয়নি ডোমারে স্থায়ী বাস টার্মিনাল

রাশেদ ইসলাম, নীলফামারী
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৫, ০৯:২৫ পিএম

শেয়ার করুন:

জমি বরাদ্দ থাকলেও তিন দশকেও হয়নি ডোমারে স্থায়ী বাস টার্মিনাল

নীলফামারীর ডোমার পৌরসভা প্রতিষ্ঠার তিন দশক পেরোলেও এখনও হয়নি একটি স্থায়ী বাস টার্মিনাল। সরকারি খাস জমি বরাদ্দ থাকলেও রাজনৈতিক দ্বন্দ্ব ও প্রভাবশালী মহলের স্বার্থের কারণে প্রকল্পটি আলোর মুখ দেখেনি। ফলে যাত্রীদের পাশাপাশি পরিবহন শ্রমিক ও মালিকদের প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

অস্থায়ী টার্মিনালের ফলেই ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ডোমার পৌরসভায় প্রতিদিন হাজারও মানুষ যাতায়াত করেন। কিন্তু স্থায়ী টার্মিনাল না থাকায় সড়কের ধারে ও অস্থায়ী জায়গায় বাস থামতে হয়। বিশেষ করে বর্ষা মৌসুমে খানাখন্দে ভরা কাদাযুক্ত স্থানে যাত্রীদের উঠানামা করতে হয়, যা তাদের জন্য যেমন ভোগান্তির, তেমনি দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে।


বিজ্ঞাপন


1000151784

প্রশাসন সূত্রে জানা গেছে, প্রায় ৩০ বছর আগে ডোমার বাস টার্মিনালের জন্য ১ দশমিক ১৩ একর জমি বরাদ্দ দেওয়া হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) তখন যাত্রীসেবার জন্য একটি স্থায়ী ভবনও নির্মাণ করে। কিন্তু রাজনৈতিক কোন্দল ও প্রভাবশালী মহলের দখলের কারণে সেটি কার্যকর হয়নি। বরং অব্যবহৃত থেকে ভবনটি এখন ধ্বংসের মুখে।

বরাদ্দকৃত জায়গা প্রভাবশালী মহল নিজেদের কাজে ব্যবহার করছে। ফলে পরিবহন শ্রমিকরা বাধ্য হয়ে ভাড়া জায়গায় টার্মিনাল চালাচ্ছেন। এতে একদিকে পৌর এলাকায় তীব্র যানজট সৃষ্টি হচ্ছে, অন্যদিকে যাত্রীরা প্রতিদিন পড়ছে  চরম দুর্ভোগে পড়ছেন।

আরও পড়ুন

চুয়াডাঙ্গায় প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীর অভাবে সেবা বঞ্চিত হচ্ছেন রোগীরা

ডোমার উপজেলা শ্রমিক ইউনিয়নের নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, আমাদের দীর্ঘদিনের দাবি স্থায়ী বাস টার্মিনাল। সরকারি জমি থাকলেও রাজনৈতিক দ্বন্দ্বের কারণে কাজ হচ্ছে না। এতে শ্রমিক আর যাত্রী উভয়ই ভোগান্তির শিকার হচ্ছেন।

1000151787

প্রতিদিন যাতায়াত করে ইসমাইল কায়সার তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতিদিন কাদা মাড়িয়ে বাসে উঠতে হয়। বৃষ্টির দিনে অবস্থা আরও ভয়াবহ হয়ে ওঠে। অথচ অন্যান্য জেলা বা উপজেলাগুলোর দিকে তাকালেই বোঝা যায় আমরা কতটা অবহেলিত বা পিছিয়ে। আমি শুনেছি সরকারি বরাদ্দ আছে এর পরেও কেন টার্মিনাল হয় না, সেটা আমরা বুঝতে পারি না।

1000151788

ডোমার পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা  শায়লা সাঈদ তন্বী বলেন, আইনশৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি আলোচনা হয়েছে। বাস টার্মিনালের জন্য নির্ধারিত জায়গা রয়েছে। আমরা সংশ্লিষ্টদের সঙ্গে বসে উদ্যোগ নেব, যাতে পরিবহন মালিকরা পূর্ব নির্ধারিত স্থানে যেতে রাজি হন।

1000151789

স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্টরা মনে করছেন, ডোমারে স্থায়ী বাস টার্মিনাল হলে, পৌর শহরের যানজট কমবে। যাত্রীদের জন্য আরামদায়ক ও নিরাপদ পরিবেশ তৈরি হবে। এর ফলে পরিবহন শ্রমিকরা সঠিকভাবে দায়িত্ব পালনের সুযোগ পাবেন শহরেও শৃঙ্খলা ফিরে আসবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর