রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মুন্সিগঞ্জে শিশুসহ ৩ জনের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ 
প্রকাশিত: ২২ আগস্ট ২০২৫, ০৭:৩৯ পিএম

শেয়ার করুন:

মুন্সিগঞ্জে শিশুসহ ৩ জনের মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে একই দিনে আলাদা পৃথক তিনটি স্থান থেকে এক শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। 

শুক্রবার (২২ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে সিরাজদিখান উপজেলার তেঘুরিয়া এলাকায় ইছামতী নদী থেকে নিখোঁজের এক দিন পরে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: নীলফামারীতে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

এ ঘটনায় নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার বিকেলে বন্ধুদের সঙ্গে ইছামতী নদীতে নৌকা বাইচ দেখতে গিয়ে ট্রলারে ওঠার সময় নদীতে পড়ে নিখোঁজ হয় শিশুটি। 

এরপর খবর পেয়ে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। পরে দুই দফায় উদ্ধার কাজ শেষে নিখোঁজের প্রায় ২০ ঘণ্টা পর ঘটনাস্থলের থেকে কিছুটা দূরে নিহত সুজনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রিফাত সুজন (১৩) সিরাজদিখান উপজেলার রাজানগর গ্রামের মোহাম্মদ কাজল মিয়ার ছেলে বলে জানিয়েছে পুলিশ।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, শুক্রবার ভোর থেকে ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করে। পরে দু’দফা চেষ্টায় বেলা সাড়ে ১২টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।

আরও পড়ুন: মেডিকেল কলেজের হোস্টেল থেকে ছাত্রীর লাশ উদ্ধার

এদিকে দুপুর দেড়টার দিকে মুন্সিগঞ্জের গজারিয়ায় চর বলাকী এলাকায় মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশের সদস্যরা।

এরপর একই দিন বেলা ৩টার দিকে মুন্সিগঞ্জ লঞ্চ ঘাট সংলগ্ন শাহ্ সিমেন্ট কারখানার পেছনে ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীর মোহনা থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত আরও এক যুবকের মরদেহ উদ্ধার করে মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা। 

ঘটনাস্থল থেকে উদ্ধারের পর এসব মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে। 

এছাড়া অজ্ঞাত দুই মরদেহের পরিচয় শনাক্ত করতে এবং ঘটনার কারণ অনুসন্ধানে আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে নৌ-পুলিশ।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর