রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণের ঘটনায় ৩ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি, বন্দরবান
প্রকাশিত: ২০ আগস্ট ২০২৫, ১১:২৬ এএম

শেয়ার করুন:

পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণের ঘটনায় ৩ যুবক গ্রেফতার

বান্দরবানের রুমায় ৫ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ৩ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২০ আগস্ট) ভোরে উপজেলার পাইন্দু হেডম্যান পাড়ায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তাদের।


বিজ্ঞাপন


গ্রেফতার ব্যক্তিরা হলেন, রুমা উপজেলার পাইন্দু ইউপির পাইন্দু হেডম্যান পাড়ার বাসিন্দা আহ্লামং মার্মার ছেলে ক্যসাইওয়ং মার্মা (১৯), রাংমেশে মার্মার ছেলে ক্যহ্লাওয়াং মার্মা (২২) এবং থোয়াইনুচিং মার্মার ছেলে উহাইসিং মার্মা (২৩)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চলতি মাসের প্রথম সপ্তাহে পাইন্দু হেডম্যান পাড়ার পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে একই পাড়ার শৈহাইনু মার্মা। পরে উহাইসিং মার্মা, ক্যহ্লাওয়াং মার্মা, ক্য ওয়াং মার্মা, চড়াই মার্মা মিলে পর্যায়ক্রমে ওই ছাত্রীটিকে ধর্ষণ করে। পরে ধর্ষণের শিকার ছাত্রীটি তার পরিবারকে জানালে পাড়া কারবারি (গ্রাম প্রধান) থোয়াইসা মারমা বাসভবনে ধর্ষণ সংক্রান্ত সামাজিক সালিশে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বিষয়টি জানাজানি হলে এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিলে আজ ভোরে অভিযান পরিচালনা করে ধর্ষণে জড়িত তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন

‘আমি মরার কারণ হলো লতিফ শিকদারের একমাত্র ছেলে পান্না’

বান্দরবান হেডম্যান, কার্বারী কল্যাণ পরিষদের সভাপতি ও বেতছড়া মৌজার হেডম্যান হ্লা থোয়া হ্রী মার্মা ঢাকা মেইলকে বলেন, পার্বত্য চট্টগ্রামের কোনো মৌজার হেডম্যান ও কার্বারী (গ্রাম প্রধান) ফৌজদারি বিচার করতে পারেন না। তাদের সেরকম এখতিয়ার নাই। এ ব্যাপারে সবাইকে বলে দেওয়া হয়েছিল। এলাকায় কেউ যদি ফৌজদারি অপরাধ করে তাকে দেশের প্রচলিত আইনে বিচার করতে হবে। যদি কোনো হেডম্যান বা কার্বারী ফৌজদারি বিচার করলে তাদেরকেও দেশের প্রচলিত আইনে তাদের বিরুদ্ধেও মামলা করা উচিত বলে মন্তব্য করেন তিনি।


বিজ্ঞাপন


রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সোহরাওয়ার্দী ঢাকা মেইলকে বলেন, ভোররাতে অভিযান পরিচালনা ধর্ষণে জড়িত তিন জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান চলমান আছে বলে জানান তিনি।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর