মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

খুলনায় চরমপন্থি সংগঠনের সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৫, ১১:০২ পিএম

শেয়ার করুন:

খুলনায় চরমপন্থি সংগঠনের সদস্য গ্রেফতার

খুলনায় নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির এক সদস্যকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। এ সময় তার কাছ থেকে দেশি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) তাকে সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।


বিজ্ঞাপন


গ্রেফতার ব্যক্তির নাম শামীম বন্দ ওরফে বাবু। তিনি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য। তিনি সংগঠনের সেকেন্ড ইন কমান্ড বিটু মঈনের অনুসারী।

আরও পড়ুন: পরিত্যক্ত বাড়ি থেকে হাতবোমা উদ্ধার

নৌবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার দিবাগত রাত ২টার দিকে নগরীর সোনাডাঙ্গার ছোট বয়রা ইসলামীয়া কলেজ সংলগ্ন এলাকা থেকে শামীম বন্দকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাকে সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে খুলনাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

আরও পড়ুন: গাইবান্ধায় ১৪৫০ পিস ইয়াবা জব্দ, গ্রেফতার ৩


বিজ্ঞাপন


তার কাছ থেকে পাঁচ রাউন্ড দেশি কার্তুজ, আটটি ছুরি, চারটি চাপাতি, দু’টি দা ও একটি চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর