আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেছেন, জাতীয় নির্বাচন সরকারের বিষয়। আমরা যারা মাঠ প্রশাসনে কাজ করি, তারা সরকার যেভাবে নির্দেশনা দিবে সেভাবে কাজ করবো। যখনই নির্বাচন হোক, আমরা অত্যন্ত নিরপেক্ষতার সঙ্গে মানুষের আস্থা অর্জন করতে সচেষ্ট থাকবো।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে টাঙ্গাইলে ১২টি উপজেলায় এক হাজার ৬৮টি শিক্ষাপ্রতিষ্ঠান, সব সরকারি-বেসরকারি দপ্তর ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহে একযোগে কৃষ্ণচূড়া, জারুল ও সোনালু জাতের চার হাজার বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: পঞ্চগড়ে রাতভর ভারী বৃষ্টিপাত, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
তিনি আরও বলেন, গাছের সঙ্গে আমাদের সর্ম্পক অত্যন্ত নিবিড়। গাছ না বাঁচলে আমরা বাঁচবো না। আমাদের স্বার্থেই এই গাছগুলো বাঁচিয়ে রাখতে হবে। যদি সৌন্দর্যবর্ধন বৃক্ষ হয়- তাহলে এটির প্রতি মানুষের আকর্ষণ থাকে। যে প্রতিষ্ঠানে গাছের সংখ্যা বেশি, তাদের মানসিক প্রশান্তি অন্য জায়গার চেয়ে বেশি থাকে। পরিবেশ রক্ষার যে কর্মসূচি শুরু হয়েছে, এটি শুধু ঢাকা বিভাগ না; সারাদেশেই চালু হওয়া উচিত।
আরও পড়ুন: সীমান্তে মাইন বিস্ফোরণে আহত হাতির চিকিৎসা চলছে
এ সময় টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্যাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদসহ সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এমইউ

