বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আহত বন্য হাতিটির চিকিৎসা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কের একদল চিকিৎসক বন বিভাগের সহায়তায় আহত হাতিটির চিকিৎসা দেয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন: উলিপুরে ১০ ফুট দৈর্ঘ্যের অজগর সাপ উদ্ধার
সোমবার সকালে উপজেলা সদর ইউনিয়নের আশারতলি সীমান্তের গুইট্টাইল্লা ঝিড়ি এলাকায় স্মল মাইন বিস্ফোরণে একটি বন্য হাতি পায়ে আঘাত পেয়ে মারাত্মক আহত হয়। পরে খবর পেয়ে বন বিভাগের সহায়তায় সাফারি পার্কের একদল চিকিৎসক বন্য হাতিটির চিকিৎসা দেয়।
নাইক্ষ্যংছড়ি বন বিভাগের রেঞ্জ অফিসার মোজাম্মেল হক সরকার জানিয়েছেন, বন্য হাতির সামনের ডান পা স্থল মাইনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি হাঁটতে না পেরে বনের মধ্যে লুটিয়ে পড়ে। স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়ার পর ডুলাহাজারা সাফারি পার্কের চিকিৎসক দল বন্য হাতিটির চিকিৎসা দেয়।
আরও পড়ুন: বাঁশঝাড়ে পাওয়া গেল অজগর
বিজ্ঞাপন
ডুলহাজারা সাফারি পার্কের চিকিৎসক জুলকারনাইন জানিয়েছেন, চিকিৎসা দেওয়া হলেও বন্য হাতিটি এখনও শঙ্কামুক্ত নয়। হাতিটির ডান পায়ের বোন ম্যারো ক্ষতিগ্রস্ত হয়ে সংক্রমণ ছড়িয়েছে। তবে আশা করা যাচ্ছে যে ঘা শুকিয়ে গেলে এটি হাঁটতে পারবে।
প্রতিনিধি/ এমইউ

