সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গাজীপুরে ব্রিজের খাদ থেকে হাত-পা বাঁধা যুবক উদ্ধার

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ১১ আগস্ট ২০২৫, ০৪:৫৫ পিএম

শেয়ার করুন:

গাজীপুরে ব্রিজের খাদ থেকে হাত-পা বাঁধা যুবক উদ্ধার

গাজীপুরের কালীগঞ্জের টঙ্গী-ভৈরব রেললাইনের তুমলিয়া মিশন রেলওয়ে ব্রিজের কাছে হাত-পা বাঁধা অবস্থায় মোজাম্মেল হোসেন (৩৫) নামে এক যুবককে উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১০ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে তাকে উদ্ধার করা হয়। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান স্থানীয়রা। পুলিশের ধারণা, পূর্ব বা পারিবারিক শত্রুতার জেরে ঘটনাটি ঘটতে পারে।


বিজ্ঞাপন


আরও পড়ুন

গণধোলাই দিয়ে যুবলীগ নেতা ‘গামছা মোস্তফা’কে পুলিশে দিল জনতা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মোজাম্মেলকে হাত-পা বেঁধে ব্রিজের কাছ দিয়ে কয়েকজন মিলে ওই ব্যক্তিকে নিয়ে যেতে দেখতে পান এলাকার লোকজন। এসময় এলাকাবাসীর টর্চ লাইটের আলো ফেললে মোজ্জামেলকে খাদের মধ্যে ফেলে পালিয়ে যান অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তিরা। পরে কাছে গেলে, মোজাম্মেলের শরীরে আঘাতের চিহ্ন দেখতে পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব বা পারিবারিক শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে। ভুক্তভোগী চিকিৎসাধীন থাকায় এখনও তার পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর