রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চুয়াডাঙ্গায় অধিক মূল্যে সার বিক্রি করায় ৬৫ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা 
প্রকাশিত: ১০ আগস্ট ২০২৫, ০৪:৪০ পিএম

শেয়ার করুন:

চুয়াডাঙ্গায় অধিক মূল্যে সার বিক্রি করায় ৬৫ হাজার টাকা জরিমানা

মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখা এবং ধার্যকৃত মূল্যের চেয়ে অধিক দামে সার বিক্রির অপরাধে চুয়াডাঙ্গায় দু’টি প্রতিষ্ঠানকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

রোববার (১০ আগস্ট) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার বোয়ালিয়া ও হিজলগাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ‘ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে’

অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ধারা ৩৮, ৪০ ও ৫১ অনুযায়ী- মেসার্স রফিকুল ট্রেডার্সের মালিক রফিকুল ইসলামকে ৪০ হাজার টাকা এবং মেসার্স রহমান ট্রেডার্স-এর মালিক সেলিম উদ্দিনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আরও পড়ুন: প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বাঁশ দিয়ে বেড়া, শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ

তিনি আরও জানান, অভিযানে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের যথাযথ কর্তৃপক্ষের লাইসেন্স গ্রহণপূর্বক ক্রয়-বিক্রয়ের নির্দেশনা প্রদান করা হয়েছে।


বিজ্ঞাপন


অভিযানে সার্বিক সহযোগিতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসিফ ইকবাল ও জেলা পুলিশের একটি টিম।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর