সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জামালপুরে আন্তঃনগর ট্রেনের ইঞ্জিনে আকস্মিক আগুন

জেলা প্রতিনিধি, জামালপুর 
প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৫, ১১:০৮ পিএম

শেয়ার করুন:

জামালপুরে আন্তঃনগর ট্রেনের ইঞ্জিনে আকস্মিক আগুন

টাঙ্গাইলের ভুয়াপুর থেকে ঢাকাগামী আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আকস্মিক আগুন ধরার ঘটনা ঘটেছে। 

শনিবার (৯ আগস্ট) সন্ধ্যায় জামালপুর জংশন স্টেশনে যাত্রাবিরতি শেষে ঢাকার উদ্দেশে ছাড়ার পরপরই এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: গাজীপুরে পদ্মা এক্সপ্রেস লাইনচ্যুত

ট্রেনের ইঞ্জিনে আগুন ধরলে কিছু দূর এগিয়ে যাবার পর রেললাইনের পয়েন্টেই ট্রেনটি দাঁড়িয়ে যায়।

জামালপুর জংশন রেলওয়ে স্টেশন মাস্টার মো. আক্তার হোসাইন শেখ জানান, সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে ট্রেনটি স্টেশন থেকে ছাড়ার পরই ইঞ্জিনে আকস্মিক আগুন ধরে। স্টেশনের পয়েন্টে থেমে গেলে নিজেদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে বিজয় এক্সপ্রেসের ইঞ্জিন দিয়ে বিকল ইঞ্জিন সরিয়ে - ট্রেনটি পুনরায় জামালপুর জংশন রেলওয়ে স্টেশনে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে নিহত ১


বিজ্ঞাপন


প্রায় ৩ ঘণ্টা পর ময়মনসিংহ থেকে বিকল্প ইঞ্জিন আসার পরে রাত সাড়ে ১০টায় ট্রেনটি ঢাকার উদ্দেশ্য ছেড়ে যায় বলে জানিয়েছেন স্টেশন মাস্টার।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর