বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার রাজনৈতিক সেক্রেটারি ও গাইবান্ধা-৩ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা মো. নজরুল ইসলাম লেবু বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে গত ২৪-এর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান আন্দোলনে গিয়ে যারা প্রাণ দিয়েছেন, আল্লাহ তাদের যেন শহীদ হিসেবে কবুল করেন।
মঙ্গলবার (৫ আগস্ট) সাদুল্লাপুর উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও জাতীয় মুক্তি দিবস উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
মাওলানা নজরুল ইসলাম লেবু বলেন, জামায়াতে ইসলামী ৩০০ আসনে নির্বাচন করবে। এই নির্বাচনের মাধ্যমে এ দেশে ইনসাফপূর্ণ একটি রাষ্ট্র ও সমাজ কায়েম হবে। আপামর জনসাধারণ আমাদের দিকে তাকিয়ে আছে।
তিনি আরও বলেন, বিগত ৫৩ বছর এই বাংলায় স্বাধীনতার পর থেকে কোনো দল কিংবা কোনো সরকার মানুষের কল্যাণে কাজ করতে পারেনি। কুরআনের আইন বাস্তবায়ন হলে মানুষের কল্যাণ ও মুক্তি আসতে পারে। এই কাজটি আগামী দিনে জামায়াতে ইসলামী করতে চায়। এ লক্ষ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলা শাখার আমির মো. এরশাদুল হক ইমনের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. সিরাজুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন - মাওলানা মো. আব্দুর রউফ, আবু সাঈদ লিখন, সৈয়দ মেজবাহুল ইসলাম রাসেদ, আরিফুল ইসলাম, ইসমাইল হোসেন মন্ডল, ফাইম মন্ডল, মোরকুল রহমান, মেহেদী হাসান, তৌফিকুর রহমান, মাজহার আলী, আল আমিনসহ অনেকে।
অনুষ্ঠিত সমাবেশে জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। শেষে একটি গণমিছিল সাদুল্লাপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এমইউ

