মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে রেহান উদ্দিন সোহাগ (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনে (আপলাইন) এই দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফ উদ্দিন সিদ্দিকী।
সোহাগ কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ রসুলপুর এলাকার আবুল কাশেমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে জোরারগঞ্জ ইউনিয়নে তার শ্বশুরবাড়িতে বসবাস করে আসছিলেন।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রেহান উদ্দিন সোহাগ (৫০) স্থানীয় মামা ফকির আস্তানা এলাকায় রেললাইনের (আপলাইন) পাশে দাঁড়িয়ে ছিলেন। এসময় চাঁদপুরগামী আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। খবর পেয়ে পুলিশ সোহাগের শরীরের ছিন্নভিন্ন দেহাবশেষ উদ্ধার করে নিয়ে যায়।
আরও পড়ুন
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফ উদ্দিন সিদ্দিকী বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে রেহান উদ্দিন সোহাগের দেহাবশেষ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সোহাগ অসাবধানতাবসত চাঁদপুরগামী আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে।
প্রতিনিধি/টিবি

