শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গামছা বাউলের মৃত্যু

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৫, ০৮:৫৩ পিএম

শেয়ার করুন:

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গামছা বাউলের মৃত্যু
‘গামছা বাউল’ ডালিম

রাজশাহীর দুর্গাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ‘গামছা বাউল’ ডালিম (৩৪) নামে এক সংগীত শিল্পীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার শ্রীপুর গ্রামের বিলে ডিপ টিউবওয়েলের বৈদ্যুতিক কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা এ বিষয়টি নিশ্চিত করেছেন। 

আরও পড়ুন: নদীতে নিখোঁজের ৩ দিন পর মিলল শিশুর লাশ

‎নিহত ডালিম দুর্গাপুর উপজেলার হরিপুর গ্রামের মৃত আয়ুব আলীর ছেলে। তিনি স্থানীয়ভাবে ‘গামছা বাউল’ নামেই বেশি পরিচিত ছিলেন। গলায় গামছা বেঁধে নিজস্ব ভঙ্গিতে গান গেয়ে ইতোমধ্যে এলাকায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন এ শিল্পী।

ডালিম দীর্ঘ দিন ধরে লোকজ ধারার সংগীতচর্চার পাশাপাশি পেশাগতভাবে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (BMDA) আওতাধীন ডিপ টিউবওয়েল লাইনে বৈদ্যুতিক মিস্ত্রির কাজ করতেন।

আরও পড়ুন: মাগুরায় নিখোঁজের ১৭ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার

‎প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডালিম বৃহস্পতিবার দুপুরে শ্রীপুর গ্রামের বিলে ডিপ টিউবওয়েলের বৈদ্যুতিক লাইনের মেরামতের কাজ করছিলেন। এ সময় হঠাৎ করে তিনি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে প্রচণ্ড শকে আহত হয়ে পানিতে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


বিজ্ঞাপন


দুর্গাপুর থানার ওসি দুরুল হোদা বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। প্রাথমিকভাবে এটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা বলেই জানা গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর