রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সবাইকে রাজনৈতিক সচেতন হওয়ার অনুরোধ জানিয়েছেন মজিবুর রহমান মঞ্জু

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ৩০ জুলাই ২০২৫, ০৯:০০ পিএম

শেয়ার করুন:

সবাইকে রাজনৈতিক সচেতন হওয়ার অনুরোধ জানিয়েছেন মজিবুর রহমান মঞ্জু

দেশ গঠনের জন্য সবাইকে রাজনৈতিক সচেতন থাকার আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

বুধবার (৩০ জুলাই) বিকেলে ফেনী শহরের একটি রেস্তোরাঁয় জেলার স্বেচ্ছাসেবকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন।


বিজ্ঞাপন


এসময় তিনি বলেন, ফেনীতে অন্তত ২০টি সমস্যা রয়েছ। যে সমস্যাগুলো জেলার সবাই সম্মিলিতভাবে চেষ্টা করলে ক্রমান্বয়ে সমাধান হয়ে যাবে।

আরও পড়ুন

টাঙ্গাইলে ক্লাস চলাকালীন এনসিপি মিছিলে ছাত্র নেওয়ার অভিযোগ

এবি পার্টির ফেনী জেলা সভাপতি মাস্টার আহসান উল্লাহর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পার্টির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল।

এবি পার্টির জেলা সদস্য সচিব ফজলুল হকের সঞ্চালনায় সভায় ফেনীর বন্যায় অবদান রাখা স্বেচ্ছাসেবকরা বক্তব্য দেন।


বিজ্ঞাপন


এসময় উপস্থিত ছিলেন- এবি পার্টির যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল, অর্থসম্পাদক শাহ আলম শাহীন, সমাজসেবা সম্পাদক এবি সিদ্দিক ভুঁঞা, প্রচার ও মিডিয়া সম্পাদক হাবিবুল্লাহ মিয়াজী, ফেনী পৌর আহ্বায়ক আবুল কালাম আজাদ সেলিম, সদস্য সচিব অধ্যাপক রেজোয়ানুল খায়ের প্রমুখ।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর