রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

টাঙ্গাইলে ক্লাস চলাকালীন এনসিপি মিছিলে ছাত্র নেওয়ার অভিযোগ

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশিত: ৩০ জুলাই ২০২৫, ০৫:২০ পিএম

শেয়ার করুন:

টাঙ্গাইলে ক্লাস চলাকালীন এনসিপি মিছিলে ছাত্র নেওয়ার অভিযোগ

টাঙ্গাইলে ক্লাস চলাকালীন সময়ে শিক্ষার্থীদের জোর করে রাজনৈতিক মিছিলে নেওয়ার অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, গত মঙ্গলবার (২৯ জুলাই) শহরের নিরালা মোড়ে অনুষ্ঠিত এনসিপি’র পদযাত্রা ও পথসভায় বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ থেকে বের করে এনে অংশগ্রহণে বাধ্য করা হয়।

বিষয়টি সামনে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনা। পরে বুধবার (৩০ জুলাই) দুপুরে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা শহরে বিক্ষোভ মিছিল বের করে এবং প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে এনসিপি’র এ আচরণের প্রতিবাদ জানান।


বিজ্ঞাপন


শিক্ষার্থীদের অভিযোগ, বিদ্যালয়ে চলমান ক্লাসে হঠাৎ একদল লোক প্রবেশ করে ছাত্রদের মিছিলের জন্য বাইরে নিয়ে যায়। এতে শিক্ষকরা বাধা দিলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় এবং কয়েকজন শিক্ষক শারীরিকভাবেও লাঞ্ছনার শিকার হন বলে জানা গেছে।

বিক্ষোভে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, ‘আমরা ক্লাসে ছিলাম। হঠাৎ করে আমাদের বের করে মিছিলে দাঁড় করানো হয়। এটা আমাদের জন্য লজ্জাজনক। আমরা কখনও কোনো রাজনৈতিক দলে অংশ নেইনি।’

অন্য এক প্রাক্তন শিক্ষার্থী বলেন, ‘বিন্দুবাসিনী একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এখানে কখনও রাজনৈতিক হস্তক্ষেপ হয়নি। আমরা চাই এনসিপি আমাদের শিক্ষকদের কাছে ক্ষমা চায়।’

এ বিষয়ে এনসিপি’র স্থানীয় নেতারা এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি। তবে প্রশাসনের পক্ষ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।


বিজ্ঞাপন


সচেতন নাগরিক মহল বলছে, শিক্ষাঙ্গনকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা সংবিধান ও শিক্ষানীতির পরিপন্থী। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর