রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঝিনাইদহে দুই ফার্মেসিকে ৬১ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ২৯ জুলাই ২০২৫, ০৭:৩৩ পিএম

শেয়ার করুন:

ঝিনাইদহে দুই ফার্মেসিকে ৬১ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা মোড় সংলগ্ন বাকসপোতা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ফার্মেসিকে মোট ৬১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে এ অভিযান পরিচালনা করেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা আক্তার।


বিজ্ঞাপন


অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ভুয়া চিকিৎসা সেবা প্রদান এবং সংশ্লিষ্ট ডকুমেন্ট না থাকাসহ একাধিক অনিয়ম ধরা পড়ে। এসময় ‘রানা মেডিসিন কর্নার’ নামের ফার্মেসিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা আদায়সহ ফার্মেসিটি সিলগালা করে দেওয়া হয়।

1000066396

অন্যদিকে, মেসার্স হাজেরা মেডিকেলে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির প্রমাণ পাওয়ায় ৬ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি, ডিগ্রিহীন একজন ব্যক্তি নিজেকে চিকিৎসক পরিচয়ে রোগী দেখার অপরাধে অতিরিক্ত ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন

গাইবান্ধায় অবৈধ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন, ওষুধ প্রশাসন অধিদফতরের পরিদর্শক ইকরামুল করিম, স্বাস্থ্য পরিদর্শক লিথুন রায়, পুলিশ ও আনসার সদস্যরা।

1000066392

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার বলেন, জনস্বাস্থ্য রক্ষায় আমরা কোনো ধরনের অনিয়ম সহ্য করব না। বাজারে ভুয়া ওষুধ কিংবা চিকিৎসা সেবা দিয়ে কেউ যেন জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, সে জন্য এই অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর