রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রংপুরে ২৫৭ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ২৯ জুলাই ২০২৫, ০৬:০৪ পিএম

শেয়ার করুন:

রংপুরে ২৫৭ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

রংপুরে র‌্যাব ১৩ অভিযান চালিয়ে ২৫৭ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার করেছে।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, র‌্যাবের চলমান অভিযানের ধারাবাহিকতায় সোমবার (২৮ জুলাই) রাত সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে রংপুর নগরীর কোতয়ালী থানাধীন মায়াময়ী সড়ক কামাল কাচনা এলাকায় অভিযান পরিচালনা করে মারুফ হোসেন (৩০) ও মোছা. রেহেনা বেগম (৪০) নামে দুই মাদক কারবারিকে আটক করে। এসময় তাদের সঙ্গে থাকা দু’টি ব্যাগের মধ্যে থাকা ১৭৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক মারুফ হোসেন রংপুর নগরীর নিউ জুম্মাপাড়ার আব্দুল জব্বারের ছেলে এবং রেহেনা বেগম বগুড়া জেলার দুপচাচিয়া পৌরসভার মন্ডলপাড়া গ্রামের মোচিম মণ্ডলের মেয়ে।

আরও পড়ুন

রোহিঙ্গা ডাকাত শফি আটক, অস্ত্র-গোলাবারুদ-গ্রেনেড উদ্ধার

এছাড়াও অন্য একটি অভিযানে একই দিনে গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার মেসার্স মৌসুমি ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন হিসেবে ফজলুর রহমান (৪৫) নামে একজনকে আটক করে। এসময় তার শরীর তল্লাশি করে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক ফজলুর রহমান দিনাজপুর জেলার বিরল থানার আকর গ্রামের আব্দুল বাছেদের ছেলে। পরে আটক তিন মাদক কারবারিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে র‌্যাব ১৩।

র‌্যাব সারাদেশে সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন র‌্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর