রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রোহিঙ্গা ডাকাত শফি আটক, অস্ত্র-গোলাবারুদ-গ্রেনেড উদ্ধার

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ২৯ জুলাই ২০২৫, ০৫:৫২ পিএম

শেয়ার করুন:

রোহিঙ্গা ডাকাত শফি আটক, অস্ত্র, গোলাবারুদ ও গ্রেনেড উদ্ধার

কক্সবাজারের টেকনাফে বহুল আলোচিত রোহিঙ্গা ডাকাত শফিকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে বিপুল অস্ত্র-গোলাবারুদ, গ্রেনেড উদ্ধার করেছে র‌্যাব।

সোমবার (২৮ জুলাই) রাত ১১টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়াস্থ ২৬ নম্বর রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের পশ্চিম পাশে হাজির প্রজেক্ট পাহাড়ের পাদদেশে এই অভিযান চালানো হয়।


বিজ্ঞাপন


গ্রেফতার শফি প্রকাশ ওরফে ডাকাত শফি (২৮), ২৬ নম্বর রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের দিন মোহাম্মদের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, অপহরণসহ ২১ মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

অভিযানস্থল থেকে উদ্ধার করা হয়েছে ১টি ওয়ান শুটার গান, ২টি একনলা বন্দুক, ১টি এলজি, ১০টি এন্টি পারসোনাল মাইন, ১০টি ডেটোনেটর, ৫০টি তাজা রাইফেলের গুলি,  ৫৩টি রাইফেলের খালি কার্তুজ, ৬টি শর্ট গানের খালি কার্তুজ, ৭৬৯ গ্রাম ক্রিষ্টাল মেথ (আইস), ৩টি গ্রেনেড।

1000191005

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে কক্সবাজারস্থ র‌্যাব ১৫ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. কামরুল হাসান।


বিজ্ঞাপন


আরও পড়ুন

যৌথবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার, আটক ১

সংবাদ সম্মেলনে তিনি বলেন, হত্যা অপহরণ, গুম-খুন, ডাকাতি প্রতিরোধ, মাদক উদ্ধার এবং শীর্ষ সন্ত্রাসী গ্রেফতারে র‌্যাবের নিয়মিত অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে র‌্যাব-১৫ শীর্ষ সন্ত্রাসী ডাকাত শফিকে ধরতে দীর্ঘ এক মাস ধরে গোপনে নজরদারি ও অভিযান চালিয়ে যাচ্ছিল। অবশেষে গোয়েন্দা তথ্যের মাধ্যমে পাহাড়ের পাদদেশে ডাকাত শফি ও তার সহযোগীরা অবস্থান করছে জেনে সোমবার রাতে এই অভিযান চালানো হয়। অভিযানের সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ধাওয়া দিয়ে শফি ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় তার সহযোগীরা শফি ডাকাতকে ছিনিয়ে নিতে র‌্যাবকে লক্ষ্য করে ৪/৫ রাউন্ড গুলি চালায়, তৎক্ষণাৎ র‌্যাব সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা ৩ রাউন্ড গুলি ছুঁড়ে।

thumbnail_1000191015

এই কর্মকর্তা বলেন, গ্রেফতারের পর গহিন পাহাড়ি আস্তানা থেকে ডাকাত শফির দেওয়া তথ্য অনুযায়ী বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করতে সক্ষম হয়।

র‌্যাব অধিনায়ক বলেন, ডাকাত শফির নামে ২টি হত্যা, ২টি ডাকাতির প্রস্তুতি, ৬টি অস্ত্রসহ মোট ২১টি মামলা রয়েছে। শফি দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় একটি দুর্ধর্ষ অস্ত্রধারী ডাকাত দলের নেতৃত্ব দিয়ে আসছিল। তার নেতৃত্বে ডাকাত দল ক্যাম্প এলাকার রোহিঙ্গা ও বাঙালিদের জিম্মি করে রাখত এবং পাহাড়ি অঞ্চলজুড়ে একটি ত্রাসের সাম্রাজ্য গড়ে তোলে। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শফি ডাকাতকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর