খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, ঘুষ-দুর্নীতি, ভুতুড়ে বিলসহ দীঘিনালা বিদ্যুৎ অফিসের দুর্নীতিবাজদের অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারক লিপি প্রদান করা হয়েছে।
রোববার (২৭ জুলাই) দুপুরে দীঘিনালা সরকারি কলেজ গেইট এলাকায় উপজেলার ভুক্তভোগী সর্বস্তরের জনতার ব্যানারে এ কর্মসূচিতে অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
এতে বক্তব্য দেন বাস স্টেশন জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা রুহুল আমিন, আশরাফুল ইসলাম, আল-আমিন হাওলাদার, মোবারক হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, দীঘিনালায় বিদ্যুৎ সরবরাহের অবস্থা অত্যন্ত নাজুক। প্রতিনিয়ত লোডশেডিং, অতিরিক্ত বিল, ঘুষের বিনিময়ে বিদ্যুৎ সংযোগ এতে সাধারণ গ্রাহকরা চরম হয়রানির শিকার হচ্ছেন। বিদ্যুৎ অফিসের একাংশ কর্মকর্তা-কর্মচারীর দুর্নীতি ও দায়িত্বে অবহেলার কারণে জনগণ ন্যায্য সেবা থেকে বঞ্চিত।
প্রতিনিধি/এসএস

