বিতর্কিত উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান খানকে বরখাস্ত না করে বান্দরবানে বদলি করায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে আদিবাসী ছাত্রসমাজ।
রোববার (২৭ জুলাই) সকালে বান্দরবান শহরের মুক্তমঞ্চের সামনে এক মানববন্ধনে ছাত্রনেতারা বলেন, বান্দরবান কোনো ময়লার স্তুপ নয়। এটি শান্তিপূর্ণ, সম্প্রীতির জনপদ—এখানে দুর্নীতিবাজ ও লাঞ্ছনাকারী কর্মকর্তাদের ঠাঁই হতে পারে না।
বিজ্ঞাপন
ছাত্রনেত্রী লাবণী তঞ্চঙ্গ্যা বলেন, মনিরুজ্জামানের মতো চরিত্রহীন কর্মকর্তাকে ‘শাস্তি’ না দিয়ে বরং পার্বত্য জেলায় পাঠানো হয়েছে, যা অপমানজনক।
![]()
ছাত্রনেতা এডিসন চাকমা অভিযোগ করেন, পার্বত্য অঞ্চলকে বারবার শাস্তিপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাসনের জায়গা হিসেবে ব্যবহার করা হচ্ছে। এটা বৈষম্যমূলক।
বক্তারা মনিরুজ্জামানের বদলি আদেশ বাতিল করে তাকে চাকরিচ্যুত ও আইনের আওতায় আনার দাবি জানান। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও প্রদান করা হয়।
বিজ্ঞাপন
উল্লেখ্য, গত ১৩ জুলাই মানিকগঞ্জে এক ছাত্রীকে অশালীন প্রস্তাব দেওয়ার অভিযোগে মনিরুজ্জামান খানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হয়। এরপর ২৩ জুলাই তাকে বান্দরবানে বদলি করা হলে প্রতিবাদ শুরু হয়।
প্রতিনিধি/এসএস

