রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পিআইবিতে মোবাইল সাংবাদিকতা প্রশিক্ষণের সনদ বিতরণ

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ২৬ জুলাই ২০২৫, ০৯:৩৫ পিএম

শেয়ার করুন:

পিআইবিতে মোবাইল সাংবাদিকতা প্রশিক্ষণের সনদ বিতরণ

জুলাই গণঅভ্যুত্থানে আহত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) আয়োজনে তিন দিনব্যাপী ‘মোবাইল সাংবাদিকতা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

২৪ থেকে ২৬ জুলাই পর্যন্ত পিআইবির সেমিনার কক্ষে আয়োজিত ৩ দিনব্যাপী এই প্রশিক্ষণে দেশের বিভিন্ন জেলা থেকে নির্বাচিত ২৭ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।


বিজ্ঞাপন


শনিবার (২৬ জুলাই) বিকেলে রাজধানীর সার্কিট হাউজ সড়কস্থ পিআইবি মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

thumbnail_20250726_173848

সভাপতিত্ব করেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। পিআইবির কোর্স কো-অর্ডিনেটর মো. শাহ আলম সৈকতের পরিচালনায় সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণের অনুভূতি প্রকাশ করেন বাংলাদেশ জুলাই আহত সাংবাদিক ফোরামের সভাপতি শহীদুল ইসলাম সুজন ও সদস্য সচিব কাওসার হামিদ, ফেনী রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক ও ঢাকা মেইলের ফেনী প্রতিনিধি নুর উল্লাহ কায়সার, দৈনিক দেশ রুপান্তর পত্রিকার ফেনী প্রতিনিধি সফিউল্লা রিপন প্রমুখ।

আরও পড়ুন

গাজীপুরে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দিল ছাত্রশিবির

৩ দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মোবাইল সাংবাদিকতার আধুনিক কলাকৌশল সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা মোবাইল ফোন ব্যবহার করে ভিডিও ধারণ, সম্পাদনা, স্ক্রিপ্ট লেখা, ভয়েস ওভার, ডিজিটাল নিরাপত্তা এবং ফ্যাক্ট-চেকিংয়ের বিভিন্ন দিক নিয়ে বাস্তবভিত্তিক চর্চা করেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর