গাজীপুরে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (২৬ জুলাই) সকালে স্থানীয় পিটিআই মিলনায়তনে ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগর শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
বিজ্ঞাপন
গাজীপুর মহানগর ছাত্রশিবিরের সভাপতি রেজাউল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি জাকির হোসাইনের সঞ্চালনায় বক্তব্য দেন, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইয়ুবী, কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক হাফেজ ডা. রেজওয়ানুল হক, সাবেক সচিব শাহ আলম বকশিসহ স্থানীয় নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে জিপিএ-৫ প্রাপ্ত ৬ শতাধিক শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট, বই ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
প্রতিনিধি/এসএস

