রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গাজীপুরে রাজমিস্ত্রী হত্যায় ভগ্নিপতি গ্রেফতার

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ২৫ জুলাই ২০২৫, ০৮:১৭ পিএম

শেয়ার করুন:

গাজীপুরে রাজমিস্ত্রী হত্যায় ভগ্নিপতি গ্রেফতার

গাজীপুরের কাশিমপুর থানা এলাকায় রাজমিস্ত্রী জামান মিয়া হত্যা মামলার মূল রহস্য উদঘাটন ও হত্যাকাণ্ডে জড়িত ভগ্নিপতিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন অভিযুক্ত ভগ্নিপতি জালাল।

শুক্রবার (২৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বাহিনীটির গাজীপুর ইউনিটের পুলিশ সুপার আবুল কালাম আজাদ।


বিজ্ঞাপন


গ্রেফতার জালাল (৫৩) কাশিমপুরের বারেন্ডা এলাকার মৃত নছর আলীর ছেলে।

আরও পড়ুন

দোহারে বিএনপি নেতাকে মারধর

পুলিশ কর্মকর্তা বলেন, গত ২৩ জুলাই  সকাল ১১টার দিকে বারেন্ডা এলাকায় নিজ কক্ষের ভেতর থেকে রাজমিস্ত্রী জামান মিয়ার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে নিহতের মেয়ে জাকিয়া খাতুন বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে পিবিআই হত্যার ঘটনায় তদন্ত শুরু করে। এক পর্যায়ে ওই দিন রাত সাড়ে ১১টার দিকে ঘটনায় জড়িত ভগ্নিপতি জালালকে বারেন্ডা উত্তরপাড়া এলাকা গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পুলিশ সুপার আরও বলেন, আসামির জিজ্ঞাসাবাদে জানা যায়, অভিযুক্ত জালালের সাথে নিহত জামান মিয়ার শ্বশুরের সম্পত্তি নিয়ে বিরোধ ছিল। জালাল ৪টি এনজিও থেকে ৫ লাখ টাকা ঋণ নেয়। গত ২৩ জুলাই সকালে কিস্তির লোক আসলে গ্রেফতার আসামির টাকার প্রয়োজন হয়। এজন্য জালাল তার শ্যালক জামানের কাছে তার স্ত্রীর সম্পত্তির ভাগ চান। জামান মিয়া টাকা দিতে অস্বীকার করলে তাদের সাথে ঝগড়া হয়। একপর্যায়ে জালাল রাগের মাথায় ঘরে থাকা বটি দিয়ে পিছন থেকে গলায় টান মারলে জামান মিয়া মাটিতে পড়ে ঘটনাস্থলেই মারা যান।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর