রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দোহারে বিএনপি নেতাকে মারধর

উপজেলা প্রতিনিধি, দোহার (ঢাকা)
প্রকাশিত: ২৫ জুলাই ২০২৫, ০৫:২০ পিএম

শেয়ার করুন:

দোহারে বিএনপি নেতাকে মারধর

ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর এলাকার শেখ কাশেম নামে এক বিএনপি নেতাকে মারধর করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ও মুকসুদপুর গ্রামের শেখ আনছার আলীর ছেলে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শেখ কাশেম দোহারের পদ্মা নদীতে শ্রমিক দিয়ে মাছ ধরে করে বিক্রি করেন। এক শ্রমিক শেখ কাসেমের সঙ্গে কাজ না করে শামীম সিকদারের সঙ্গে কাজ করে বলে জানায়। এ অবস্থায় শেখ কাশেম ওই শ্রমিকের কাছে ক্ষতিপূরণ দাবি করে। শামীম সিকদারকে বিষয়টি জানালে তিনি ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত আনুমানিক রাত ৮টার দিকে মুকসুদপুর বাজারে এসে কাসেম শেখকে কিল-ঘুষি মেরে আহত করেন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে দোহার উপজেলা হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।

আরও পড়ুন

শিক্ষার্থীকে কাঠের বাটাম দিয়ে মারপিট, শিক্ষকের নামে মামলা

এ ঘটনায় ফুলতলা পুলিশ ফাঁড়িতে অভিযোগ করেন ভুক্তভোগী কাশেম।

শামীম সিদকারের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি শেখ কাশেমকে মারধরের বিষয়টি অস্বীকার করেন এবং ওই ছেলের কাছে চাঁদা চেয়েছে বলে অভিযোগ করেন শামীম।     


বিজ্ঞাপন


ফুলতলা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. শাহআলম জানান, রাতেই অভিযোগ পেয়েছি। অন্য কাজে ব্যস্ত থাকায় এখনও তদন্ত করতে পারিনি। তবে আজকের মধ্যেই বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর