মাগুরার শ্রীপুরে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে বুধবার (২৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও ট্রাই সাইকেল বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যার্নাজী।
বিজ্ঞাপন
শ্রীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মো. সাইফুল্লাহ,শ্রীপুর প্রেসক্লাবের সহসভাপতি আশরাফ হোসেন পল্টুসহ অন্যরা।

শ্রীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা জানান, সমাজসেবা অধিদফতর কর্তৃক উপজেলার বিভিন্ন অঞ্চলের ১১জন শারীরিক প্রতিবন্ধীদের মাঝে ১০টি হুইল চেয়ার ও একটি উন্নতমানের ট্রাই সাইকেল বিতরণ করা হয়।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস

