রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সিরাজগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা ফিরোজ গ্রেফতার

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ২৩ জুলাই ২০২৫, ০৩:২৭ পিএম

শেয়ার করুন:

সিরাজগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা ফিরোজ গ্রেফতার

ছাত্র হত্যা মামলায় সিরাজগঞ্জের উল্লাপাড়ার পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তৌহিদুল ইসলাম ফিরোজকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৩ জুলাই) ভোররাতে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বেতকান্দি নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন

সোনাগাজীতে অস্ত্রসহ ‘জামাই আরিফ’ ডাকাত গ্রেফতার

গ্রেফতার তৌহিদুল ইসলাম ফিরোজ পঞ্চক্রোশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও দুই দফায় পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।

উল্লাপাড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জাহাঙ্গীর হত্যা মামলার আসামি তিনি৷ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর