রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সোনাগাজীতে অস্ত্রসহ ‘জামাই আরিফ’ ডাকাত গ্রেফতার

জেলা প্রতিনিধি, ফেনী 
প্রকাশিত: ২২ জুলাই ২০২৫, ০৯:০১ পিএম

শেয়ার করুন:

সোনাগাজীতে অস্ত্রসহ ‘জামাই আরিফ’ ডাকাত গ্রেফতার

ফেনীর সোনাগাজীতে একটি পাইপগানসহ পাঁচটি মামলার আসামি আরিফুল ইসলাম ওরফে জামাই আরিফ (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (রাত) তাকে গ্রেফতারের পর মঙ্গলবার যাচাই-বাছাই শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরিফ সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের আনন্দপুর গ্রামের আবু তাহেরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।


বিজ্ঞাপন


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতের দিকে মঙ্গলকান্দি ইউনিয়নের সমপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় স্থানীয় তৈয়বের দোকান থেকে একটি পাইপগানসহ তাকে গ্রেফতার করা হয়।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজিদ আকন বলেন, ‘যাচাই-বাছাই শেষে নিশ্চিত হওয়া গেছে, আরিফের বিরুদ্ধে পাঁচটি ডাকাতি মামলা রয়েছে। তাকে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর