বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দোয়া মাহফিল থেকে ফিরে যুবদল নেতার মৃত্যু

জেলা প্রতিনিধি, নরসিংদী
প্রকাশিত: ১৯ জুলাই ২০২৫, ১২:২২ পিএম

শেয়ার করুন:

দোয়া মাহফিল থেকে ফিরে যুবদল নেতার মৃত্যু
হারুনুর রশীদ (৪৮), যুবদল নেতা

নরসিংদীর জুলাই-আগস্টের শহীদদের দোয়া মাহফিল থেকে ফিরে স্ট্রোক করে যুবদল নেতা হারুনুর রশীদের (৪৮) মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) রাতে তার মৃত্যু হয়।


বিজ্ঞাপন


শনিবার (১৯ জুলাই) জোহরের নামাজের পর ডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থান দাফন করা হবে।

পলাশ উপজেলা যুবদলের সভাপতি নেছার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

হারুনুর রশীদ ছিলেন পলাশ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। তিনি উপজেলার ডাঙ্গা ইউনিয়নের হাসনহাটা গ্রামের মরহুম ফজলুর রহমানের ছেলে।

পলাশ উপজেলা যুবদলের সভাপতি নেছার আহমেদ জানান, শুক্রবার বিকেলে জুলাই-আগস্টের শহীদদের স্মরণে নরসিংদী-২ পলাশের নির্বাচনী এলাকার পাঁচদোনা মোড়ের মোমেন খান চত্বরে দোয়া মাহফিলে অংশ নেন হারুনুর রশীদ। সেখান থেকে বাড়ি ফিরে রাতে হঠাৎ স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে ঢাকার একটি হাসপাতালে নেওয়ার পর রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।


বিজ্ঞাপন


পলাশ উপজেলার যুবদল নেতারা জানান, হারুনুর রশীদ একজন দায়িত্বশীল সংগঠক হিসেবে যুবদলের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন। তিনি খুব ভালো মনের মানুষ ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে সংগঠনের সবার মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর