সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রামুতে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ১৮ জুলাই ২০২৫, ০২:৫০ পিএম

শেয়ার করুন:

রামুতে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

কক্সবাজারের রামুতে মরিচ্যা যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে ১০ হাজার বার্মিজ ইয়াবাসহ তিন মাদক পাচারকারীকে আটক করেছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দিবাগত রাতে রামু ৩০ ব্যাটালিয়নের অধীন মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশি চালিয়ে এসব ইয়াবাসহ তিন পাচারকারীকে আটক করা হয়েছে।


বিজ্ঞাপন


বিজিবি সূত্রে জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে রামু ব্যাটালিয়নের অধীন মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশিকালে কুতুপালং থেকে কক্সবাজারগামী একটি সন্দেহজনক সিএনজি থামানো হয়। সিএনজিতে থাকা তিনজন যাত্রীকে সন্দেহজনক মনে হলে তাদেরকে গাড়ি থেকে নামিয়ে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় তাদের শরীরে মাদকের অস্তিত্ব রয়েছে বলে ধারণা করা হয়। পরে যথাযথ প্রক্রিয়ায় তিনজনের পেট থেকে মোট ১০ হাজার বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

আরও পড়ুন

মাদারীপুরে মানবপাচার মামলার আসামি গ্রেফতার

আটক ব্যক্তিরা হলেন, রামুর গর্জনিয়া মৌলভি কাটা এলাকার দিল মুহাম্মদের ছেলে আব্দুর শুক্কুর (৪৩), উখিয়ার কুতুপালং ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক ই/১০ এলাকার বাসিন্দা দিল মোহাম্মদের ছেলে নুরুল আমিন (২৮) এবং একই এলাকার শাহ আলমের ছেলে ছলিম উল্লাহ (২৫)।

এ বিষয়ে রামু ৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, সীমান্তে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। মাদক, অস্ত্র ও চোরাচালান রোধে আমরা কঠোরভাবে কাজ করে যাচ্ছি। তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের ও প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর