মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মাদারীপুরে মানবপাচার মামলার আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ১৮ জুলাই ২০২৫, ০৯:২৮ এএম

শেয়ার করুন:

মাদারীপুরে মানবপাচার মামলার আসামি গ্রেফতার

মাদারীপুরে মানবপাচার মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ইদ্রিস খাঁকে (৬৫) গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেলে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইদ্রিস একই এলাকার মৃত মাজেদ আলী খাঁর ছেলে।


বিজ্ঞাপন


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাজেদ আলীর এক ছেলে ইতালি প্রবাসী। তিনি লিবিয়া হয়ে ১৩ লাখ টাকার চুক্তিতে ইতালি নেওয়ার প্রলোভন দেখিয়ে ঝিকরহাটিসহ সদর উপজেলার বিভিন্ন এলাকার অর্ধশত যুবককে লিবিয়া পাঠায়। পরে সেখানে তাদের লিবিয়ার বন্দিশালায় আটক রেখে নির্যাতন চালিয়ে লাখ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। মুক্তিপণ না দেওয়ায় আটক বন্দিদের ওপর চালানো হয় অমানবিক নির্যাতন।

আরও পড়ুন

কক্সবাজার সমুদ্র সৈকতে অপহৃত তিন কিশোর উদ্ধার

এ ঘটনায় ভুক্তভোগী একটি পরিবার বাদী হয়ে মাদারীপুর আদালতে একটি সিআর মামলা দায়ের করেন। এ মামলায় আদালত আসামিকে ধরতে ওয়ারেন্ট জারি করলে পুলিশ প্রধান অভিযুক্ত ইদ্রিসকে তার বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করে।

মাদারীপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) রমজান আলী সজল বলেন, মানবপাচার মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ইদ্রিসকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতে তোলা হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর