রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মৌলভীবাজারে শনিবার ১৩ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার
প্রকাশিত: ১৮ জুলাই ২০২৫, ১১:৫৫ এএম

শেয়ার করুন:

মৌলভীবাজারে শনিবার ১৩ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

লাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য মৌলভীবাজার জেলা শহরে শনিবার (১৯ জুলাই) টানা ১৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে মৌলভীবাজার বিদ্যুৎ বিভাগের বিক্রয় ও বিতরণ শাখার নির্বাহী প্রকৌশলী হোসাইন মোহাম্মদ সাব্বির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তি থেকে জানা যায়, শনিবার প্রকল্প কর্তৃক ৩৩ কেভি লাইনের মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ জরুরি ভিত্তিতে করতে হচ্ছে। এতে শিডিউল মোতাবেক ১১ কেভি লাইনের সংশ্লিষ্ট এলাকা ভোর ৪টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ১৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

আরও পড়ুন

বরগুনায় ২৭ প্রতিবন্ধী শিশু পেল হুইলচেয়ার

সংশ্লিষ্ট ফিডারের নাম ১১ কেভি গীর্জাপাড়া ফিডার, ১১ কেভি সার্কেট হাউজ ফিডার, ১১ কেভি পশ্চিম বাজার ফিডার, ১১ কেভি শমসেনগর ফিডার ও ১১ কেভি চাঁদনীঘাট ফিডার।

এলাকাগুলো হচ্ছে- কোর্ট রোড, গীজাপাড়া, চৌমুহনা, সাবিয়া, গুজারাই, শান্তিবাগ, সেন্ট্রাল রোড, এম.সাইফুর রহমান রোড, পুরাতন হাসপাতাল রোড, পশ্চিমবাজার, মুসলিম কোয়ার্টার, বেরীরচর, দরগামহল্লা, শাহ-মোস্তফা রোড, বেরীর পাড়, সিলেট রোড, সৈয়ারপুর, সমশেরনগর রোড, কার্তিক চন্দ্র রোড, রিয়াছত উল্লা রোড, শ্যামলী রোড, মাতারকাপন, মাইজপাড়া, বর্ষিজোড়া, শিমুল তলা, মনুব্রিজ, ধনাশ্রী, হাসানপুর, চাঁদনীঘাট, ইসলামপুর, একাটুনা, কালারবাজার, উত্তরমুলাইম, নবীনগর, রায়পুর, বিরাইমাবাদ ও মল্লিকসরাই।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর