সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বরগুনায় ২৭ প্রতিবন্ধী শিশু পেল হুইলচেয়ার

জেলা প্রতিনিধি, বরগুনা
প্রকাশিত: ১৮ জুলাই ২০২৫, ০৮:০১ এএম

শেয়ার করুন:

বরগুনায় ২৭ প্রতিবন্ধী শিশু পেল হুইলচেয়ার

বরগুনার আমতলীতে ২৭ জন হতদরিদ্র প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে আমতলী পৌরসভা কার্যালয়ের সামনে ওয়ার্ল্ড ভিশন ও এনএসএস এ হুইল চেয়ার বিতরণ করেন।


বিজ্ঞাপন


এনএসএস এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পাননার সভাপতিত্বে অনুষ্ঠিত হুইল চেয়ার বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান।

আরও পড়ুন

কুড়িয়ে পাওয়া ১৫ লাখ টাকা ফেরত দিলেন অটোরিকশা চালক

উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান, আমতলী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল আলম, ওয়ার্ল্ড ভিশন আমতলী এপির (এরিয়া প্রোগ্রাম) ম্যানেজার বিপ্লব আইজ্যাক সরদার, একাডেমিক সুপার ভাইজার মো. গোলাম মাহমুদ সেলিম, আমতলী পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. মামুনুর রশিদ, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. নাসির উদ্দিন ও প্রোগ্রাম ম্যানেজার মৃদুল চন্দ্র সরকার প্রমুখ।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর