বরগুনার পাথরঘাটা উপজেলায় যৌথ অভিযানে উদ্ধার হওয়া প্রায় ৪ লাখ ১৩ হাজার টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এই তথ্য জানান।
বিজ্ঞাপন
তিনি জানান, চলতি বছরের ১ মে থেকে ১০ জুন পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে পাথরঘাটায় চারটি পৃথক স্থানে অভিযান চালানো হয়। অভিযানে ১৬০ পিস ইয়াবা, ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ও ৫টি গাঁজা গাছ (১০ টুকরো, ওজন ২ কেজি ৯০০ গ্রাম) উদ্ধারসহ ৬ জন মাদক কারবারিকে আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পাথরঘাটা থানায় মামলা দায়ের ও যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়।
আদালতের নির্দেশনা অনুযায়ী কোস্ট গার্ড মালখানায় সংরক্ষিত ১৫০ পিস ইয়াবা, ৮ কেজি ৩৯০ গ্রাম গাঁজা এবং ২ কেজি ৯০০ গ্রাম ওজনের গাঁজা গাছের ৯টি টুকরো ধ্বংস করার নির্দেশ প্রদান করা হয়।
পরবর্তী সময়ে, আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় কোস্ট গার্ড স্টেশন, পাথরঘাটায় উক্ত মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রম সম্পন্ন হয়। এসময় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধি ও অভিযানে অংশগ্রহণকারী পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন

কোস্ট গার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ আরও জানান, উপকূলীয় অঞ্চলে মাদক ও অপরাধ দমনসহ আইনশৃঙ্খলা রক্ষায় কোস্ট গার্ড নিরবচ্ছিন্ন টহল কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এসএস

