জামালপুরের ইসলামপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ৬৯০ পিস ইয়াবাসহ হারুনুর রশীদ বাবু (২৩) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে ইসলামপুর পৌর শহরের বিজয় চত্বর মোড়ে চেকপোস্ট পরিচালনা করে তাকে আটক করে যৌথ বাহিনী।
বিজ্ঞাপন
আটক বাবু শেখ ইসলামপুর পৌর শহরের গাঁওকুড়া এলাকার সোনাইল্লে দর্জির ছেলে।
আরও পড়ুন
পুলিশ সূত্রে জানা গেছে, যৌথবাহিনীর সদস্যরা বিজয় চত্বরে মোটরসাইকেলের কাগজপত্র যাচাই-বাছাই করছিল। এসময় বাবু একটি মোটরসাইকেলে করে ইসলামপুর থেকে পার্শ্ববর্তী দুরমুঠ বাজারের দিকে যাচ্ছিলেন। তাকে থামার সংকেত দিলে সে পালানোর চেষ্টা করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে একপর্যায়ে রাস্তায় পড়ে গেলে যৌথ বাহিনীর সদস্যরা তাকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে ৬৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
![]()
বিজ্ঞাপন
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আতিকুর রহমান বলেন, দেওয়ানগঞ্জ সেনা ক্যাম্পের সেনা সদস্য ও ইসলামপুর থানার পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ বাবুকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধি/এসএস

