রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মিরসরাইয়ে অভিযানে ১ লাখ ঘনফুট বালু জব্দ

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ১৬ জুলাই ২০২৫, ০৯:১০ পিএম

শেয়ার করুন:

মিরসরাইয়ে অভিযানে ১ লাখ ঘনফুট বালু জব্দ

মিরসরাইয়ে পাহাড়ের পাদদেশে শ্যালো ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (১৬ জুলাই) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম। অভিযানে সহযোগিতায় করেন জোরারগঞ্জ থানা পুলিশ ও বন-বিভাগের কর্মকর্তারা।


বিজ্ঞাপন


Mirsarai_Ovijan_Photo_(2)

জানা গেছে, রামগড়-সীতাকুন্ড রিজার্ভ ফরেস্টের দক্ষিণ গেড়ামারা লক্ষীছড়া এলাকায় বনাঞ্চলের পাহাড়ের পাদদেশে শ্যালো ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে মোবাইলের কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। অভিযানে ১ লাখ ঘনফুট বালু, বালু উত্তোলন কাজে ব্যবহৃত দুইটি শ্যালো মেশিন বিকল ও পাঁচশ ফিট সংযোগ পাইপ বিনষ্ট করা হয়। বালু উত্তোলন সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।

আরও পড়ুন

সুন্দরবনে ৯ লাখ টাকার শুঁটকি জব্দ

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম বলেন, পাহাড়ের পাদদেশে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান চালিয়ে ১ লাখ ঘনফুট বালু জব্দ, দুইটি শ্যালো মেশিন বিকল পাঁচশ ফিট সংযোগ পাইপ বিনষ্ট করা হয়। অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মিরসরাই উপজেলা প্রশাসনের অভিযান চলমান থাকবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর