সুন্দরবন পশ্চিম বন বিভাগের অধীনে কালাবগি স্টেশনের বন কর্মীদের অভিযানে ১৮ বস্তা অবৈধ শুঁটকি চিংড়ি জব্দ করা হয়েছে। আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা।
মঙ্গলবার (১৫ জুলাই) রাতে এই অভিযান পরিচালনা করা হয় ।
বিজ্ঞাপন
বন বিভাগ সূত্রে জানা যায়, কালাবগী স্টেশন কর্মকর্তা মো. আব্দুস সালাম এবং আদাচাই বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমানের নেতৃত্বে একটি যৌথ দল আদাচাই বন টহল ফাঁড়ির ছোট কচুখালী সিসা খাল এলাকায় অভিযান চালায়। এসময় বন বিভাগের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালিয়ে যায়।
খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শামীম রেজা মিটু জানান, অবৈধভাবে সুন্দরবনের সম্পদ আহরণ ও পাচারের বিরুদ্ধে বন বিভাগের এই ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা এবং বনজ সম্পদ অবৈধ পাচার রোধে বন বিভাগ সবসময় কঠোর অবস্থানে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
প্রতিনিধি/এসএস

