রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সাতক্ষীরায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশিত: ১৫ জুলাই ২০২৫, ০৯:৩৮ পিএম

শেয়ার করুন:

সাতক্ষীরায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

সাতক্ষীরায় র‌্যাব সদস্যরা এক অভিযান চালিয়ে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


গ্রেফতার আসামির নাম মিজানুর রহমান মিজান (৩৫)। সে সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের মো. ইমদাদুল হক ইমদাদের ছেলে।

আরও পড়ুন

ভোলায় সুপারি বাগান থেকে পিস্তল উদ্ধার

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬, সিপিসি-১ এর একটি অভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি বাজারে অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করে। মিজানুর রহমান মিজান মাগুরা জেলায় একটি মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। দীর্ঘদিন ধরে সে পলাতাক ছিল। আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর