তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা প্রোপাগান্ডার প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে সিরাজগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ইবি রোডস্থ পৌর ভাসানী মিলনায়তনে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু।
বিজ্ঞাপন
সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হক রঞ্জুর পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।

পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েসের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
বিজ্ঞাপন
বিক্ষোভ মিছিলটি ইবি রোড, বড়পুল, এস এস রোড, বড় বাজার রোড হয়ে বাজার স্টেশন রোডস্থ মুক্তির সোপানে গিয়ে শেষ হয়।
এর আগে দুপুর থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী ও বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হয়।
প্রতিনিধি/এসএস

