সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নড়াইলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, বেকারিকে জরিমানা

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ১৫ জুলাই ২০২৫, ০৭:২০ পিএম

শেয়ার করুন:

নড়াইলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, বেকারিকে জরিমানা

নড়াইল পৌরসভার কুড়িগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ‘মদিনা ফুড বেকারিকে’ ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে এই অভিযান পরিচালনা করেন নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান।


বিজ্ঞাপন


thumbnail_1000166602

অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি একটি নির্দিষ্ট পণ্যের অনুমোদন নিয়ে বিভিন্ন ধরনের খাদ্যপণ্য উৎপাদন করছে। এছাড়াও পণ্যের মোড়কে মূল্য তালিকা উল্লেখ না থাকা এবং বেকারির ভেতরে অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করায় আইন লঙ্ঘনের দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ধারার আওতায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন

ফকিরহাট ফলতিতা মৎস্য আড়তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

এ ব্যাপারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নড়াইলের সহকারী পরিচালক শামীম হাসান বলেন, ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউ যদি ভোক্তার অধিকার লঙ্ঘন করে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


বিজ্ঞাপন


উল্লেখ্য, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নিয়মিতভাবে জেলার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে নিরাপদ খাদ্য ও ন্যায্য বাণিজ্য নিশ্চিতে কাজ করে যাচ্ছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর