রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

২০ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, নরসিংদী
প্রকাশিত: ১১ জুলাই ২০২৫, ০৮:০০ পিএম

শেয়ার করুন:

২০ দিন পর অটো চালকের লাশ উদ্ধার
রমজান মিয়া

নরসিংদীতে নিখোঁজের ২০ দিন পর রমজান মিয়া (৩২) নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (১১ জুলাই) সকালে নরসিংদীর মাধবদী কবিরাজপুর এলাকার ব্রহ্মপুত্র নদ হতে মরদেহটি উদ্ধার করা হয়। 


বিজ্ঞাপন


এ ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত রমজান মিয়া মাধবদী থানার রাইনাদী এলাকার সদর আলীর ছেলে। গত ২১ জুন থেকে তিনি নিখোঁজ ছিলেন।

গ্রেফতার দু’জন হলেন - কুমিল্লার হোমনার জয়পুর এলাকার জব্বার মিয়ার ছেলে ও মাধবদী থানার কবিরাজপুর এলাকার ভাড়াটিয়া মো. কাউছার মিয়া (৩৫) এবং ওই এলাকার হাছান আলীর ছেলে মো. শামীম মিয়া (৩৮)।

পুলিশ সূত্রে জানা যায়, ২১ জুন বিকেলে বাসা থেকে অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হন রমজান মিয়া। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে মাধবদী থানায় জিডি করেন। পরে রমজানের স্ত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা হয়।


বিজ্ঞাপন


নিহতের পরিবারের সন্দেহের ভিত্তিতে পুলিশ কবিরাজপুর গ্রামের মো. সজিব (৩৪) নামে একজনকে গ্রেফতার করে আদালতে পাঠায়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় মো. কাউছার মিয়া ও শামীম মিয়াকে গ্রেফতার করে পুলিশ।

তাদের তথ্যের ভিত্তিতে নিহত রমজানের মরদেহ ব্রহ্মপুত্র নদ হতে উদ্ধার করা হয়।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর