রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

থানচিতে গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, বান্দরবান
প্রকাশিত: ১৪ জুলাই ২০২৫, ০৫:২৭ পিএম

শেয়ার করুন:

থানচিতে গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বান্দরবানে থানচিতে আম গাছে ঝুলন্ত অবস্থায় সুজন বড়ুয়া (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছেন পুলিশ।

সোমবার (১৪ জুলাই) সকালে বলীপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে বিএনকেএস অফিস সংলগ্ন নিজ বসতবাড়ি আঙ্গিনায় আম গাছে ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।


বিজ্ঞাপন


মৃত্য ব্যক্তি পটিয়ার উপজেলা গয়াল গ্রামে মদল বড়ুয়া ও মৃত রত্না বড়ুয়ার ছেলে। বর্তমানে তার ৫ বছরের এক ছেলে ও স্ত্রী রয়েছে।

স্থানীয়রা জানান, নিহত সুজন বাগান পাড়ায় ফোসিং মারমার মেয়ের জামাই। দীর্ঘ ৬-৭ বছর ধরে ঘর জামাই হিসেবে বসবাস করতেন তিনি। সকালে তার শ্বশুর আম গাছে ঝুলন্ত অবস্থায় দেখে পাড়াবাসীকে খবর দেয়। এছাড়া থানায় পুলিশকে জানানো হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

আরও পড়ুন

স্বামীর ওপর অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

নিহত সুজন বড়ুয়া শ্বশুর ফোসিং মারমা বলেন, গতকাল আমরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আমার জামাইও তার রুমে ছিল। সকালে ঘুম থেকে উঠে বাড়ি উঠানে আমার জামাই সুজনকে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। সাথে সাথে বাড়ির আশপাশে লোকজনকে ঘটনার সম্পর্কে জানিয়েছি।


বিজ্ঞাপন


এ বিষয়ের থানচি থানা অফিসার ইনর্চাজ (ওসি) নাছির উদ্দিন মজুমদার ঢাকা মেইলকে বলেন, আমরা খবর পেয়ে লাশটি উদ্ধার করেছি। তবে ঠিক কীভাবে মারা গেছে বলা যাচ্ছে না। মৃত্যু কারণ জানতে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে মরদেহ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর