সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

স্বামীর ওপর অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ১৪ জুলাই ২০২৫, ০৫:১৭ পিএম

শেয়ার করুন:

স্বামীর ওপর অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

গাইবান্ধার সাদুল্লাপুরে ফাতেমা আক্তার (২২) বিয়ের পর থেকে স্বামী সুজন মিয়ার (২৭) সেবাযত্ন থেকে বঞ্চিত ছিলেন। এ নিয়ে মানসিকভাবে ভেঙে পড়ার একপর্যায়ে বিষপানে আত্মহত্যা করেছেন এই নারী।

সোমবার (১৪ জুলাই) সকাল ৯টার দিকে সাদুল্লাপুর উপজেলা শহরের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


ফাতেমা খাতুন পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুস ছাত্তার মিয়া ও কবিরন বেওয়া দম্পতির পালিত মেয়ে।

আরও পড়ুন

মাগুরায় নদীতে গোসল করতে নেমে বৃদ্ধের মৃত্যু

স্বজনরা জানায়, প্রায় দেড় বছর আগে সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের বড় জামালপুর (পূর্বপাড়া) গ্রামের তারা মিয়ার ছেলে সুজন মিয়ার সঙ্গে বিয়ে হয়। তখন থেকে স্বামীর অবহেলায় ভুগছিলেন ফাতেমা। এ নিয়ে একাধিকবার বৈঠক অনুষ্ঠিত হয়। তবে হয়নি কোনো সমাধান। এ কারণে অধিকাংশ সময়ে মা কবিরন বেওয়ার বাড়িতে অবস্থান করেন ফাতেমা আক্তার। সেখানে মানসিক যন্ত্রণায় ভুগতে থাকার একপর্যায়ে সোমবার সকালে বাড়ির লোকজনের অজান্তে বিষপান করেন। কিছুক্ষণ পর টের পেয়ে তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফাতেমাকে মৃত্যু ঘোষণা করেন।

এ বিষয়ে বনগ্রাম ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য মাহাবুল আলম হিটলু বলেন, বিয়ের পর থেকে ফাতেমা তার স্বামীকে নিয়ে মানসিক যন্ত্রণায় ভুগছিলেন। এরই মধ্যে ইঁদুর মারার ওষুধ খেয়ে ফাতেমা আত্মহত্যা করেছে।


বিজ্ঞাপন


সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার জানান, খবর পেয়ে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর