মাগুরায় ফটকি নদীতে গোসল করতে নেমে সত্তর বছর বয়সী এক বৃদ্ধর মৃত্যু হয়েছে।
নিহত ব্যক্তি কামরুজ্জামান মুন্সির (৭০) বাড়ি শালিখা উপজেলার আড়পাড়া গ্রামে।
বিজ্ঞাপন
এলাকাবাসী জানায়, তিনি সোমবার (১৪ জুলাই) সকাল ১০টার দিকে বাড়ির পাশের ফটকি নদীতে গোসল করতে নামেন। তারপর থেকে তাকে খুঁজে পাওয়া যায়নি। ১১টার দিকে শালিখা ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে নদীতে নেমে খুঁজতে শুরু করে।
ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. রমজান শেখ ও জিহাদ হাসান অপু ডুবিয়ে লাশটি ১১টা ৩৫ মিনিটে খুঁজে পায়। ফায়ার সার্ভিসের নেতৃত্বদানকারী কর্মকর্তা ওয়্যারহাউজ ইন্সপেক্টর সঞ্জয় কুমার দোবনাথ নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেন।
সঞ্জয় কুমার দেবনাথ জানান, লাশটি ভেসে আশি গজ দূরে চলে যায়! ফায়ার সার্ভিসের কর্মীরা লাশটি উদ্ধার করে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস

