সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনকালে ড্রেজার মেশিন-পাইপ জব্দ

উপজেলা প্রতিনিধি, মিরসরাই
প্রকাশিত: ১৩ জুলাই ২০২৫, ০৭:৪২ এএম

শেয়ার করুন:

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনকালে ড্রেজার মেশিন-পাইপ জব্দ

মিরসরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সংরক্ষিত বনে বালি উত্তোলনের অপরাধে ২টি ড্রেজার মেশিন ও ৫শ ফুট পাইপ জব্দ করা হয়েছে।

শনিবার (১২ জুলাই) বিকেলে মিরসরাই রেঞ্জের হিঙ্গুলী খালে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মিরসরাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম।


বিজ্ঞাপন


চট্টগ্রাম উত্তর বন বিভাগের কর্মকর্তা এসএম কায়চার বলেন, শনিবার বিকেলে চট্টগ্রাম উত্তর বন বিভাগের অধীনে মিরসরাই রেঞ্জের হিঙ্গুলী বিটে রামগড়-সীতাকুন্ড রিজার্ভ ফরেস্ট মৌজায় হিঙ্গুলী খালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২টি ড্রেজার মেশিন ও প্রায় ৫শ ফুট বালু তোলার পাইপ জব্দ করা হয়। আসামিরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। অভিযুক্তদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে বন মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর