এসএসসি পরীক্ষায় ফেল করায় আত্মহত্যা করেছে অর্পিতা মাতুব্বর (১৬) নামের এক শিক্ষার্থী। এছাড়া আশানুরূপ ফল না হওয়ায় আত্মহত্যার চেষ্টা করেছে মৌশেদা আক্তার ইমা (১৬) নামের অপর একছাত্রী।
বৃহস্পতিবার (১০ জুলাই) ঘটনা দু’টি ঘটেছে বরিশালের হিজলা উপজেলার খুন্না গোবিন্দপুর এবং একই উপজেলার গুয়াবাড়িয়া গ্রামে। তারা দু’জনেই নিজ নিজ বাড়িতে গলায় ফাঁস নিয়েছে।
বিজ্ঞাপন
এই তথ্য নিশ্চিত করেছেন হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আমিনুল ইসলাম। তিনি বলেন, মৌশেদা আক্তার ইমাকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত অর্পিতা মাতুব্বর খুন্না গোবিন্দপুর গ্রামের অমল মাতুব্বরের মেয়ে এবং স্থানীয় বিসিডি মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। এছাড়া অপরজন মৌশেদা আক্তার ইমা একই উপজেলার গুয়াবাড়িয়া গ্রামের খাদেম মোবারক বিশ্বাসের মেয়ে এবং স্থানীয় খামেন হোসেন মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।
হিজলা থানার ওসি আমিনুল জানান, আত্মহত্যার চেষ্টা করা ইমাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাছাড়া নিহত অর্পিতার মৃতদেহ ময়না তদন্তের জন্য শেবাচিমের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
বিজ্ঞাপন
পরিবারের বরাতে ওসি জানান, অর্পিতা মাতুব্বর ও মৌশেদা আক্তার ইমা এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। এদের মধ্যে বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে অর্পিতা দুই বিষয়ে ফেল করেছে এবং ইমা জিপিএ-৩.৮৯ পেয়েছে।
আশানুরূপ ফলাফল না হওয়ায় পরিবার তাদের গালমন্দ করে। এজন্য ক্ষোভে-হতাশা এবং লোকলজ্জার ভয়ে বৃহস্পতিবার দুপুরে দু’জন নিজ নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। স্বজনরা তাদের দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অর্পিতাকে মৃত ঘোষণা করেন। এছাড়া ইমাকে শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। অর্পিতার মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হবে।
প্রতিনিধি/এসএস

