নেত্রকোনার খালিয়াজুরীতে ধনু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করে দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
বুধবার (৯ জুলাই) বিকেলে উপজেলার পাঁচহাট এলাকায় ধনু নদে অভিযান চালায় প্রশাসন। এসময় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মো. মবিন মিয়া (২৪) নামের একজনকে আটক করা হয়। সেই সঙ্গে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।
বিজ্ঞাপন
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে দুই লাখ টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।
মবিন মিয়া কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার নয়ানগর গ্রামের মো. গোলাপ ব্যাপারীর ছেলে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র খালিয়াজুরী উপজেলার পাঁচহাট এলাকায় ধনু নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে সরকার হারাচ্ছে বিপুল রাজস্ব আর নদীপাড়ের শত শত পরিবার পড়ছে ভাঙন ঝুঁকিতে। স্থানীয় জনগণের একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার বিকেলে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের। এসময় তার সঙ্গে লেপসিয়া নৌ-পুলিশের কয়েকজন সদস্য ছিলেন।
বিজ্ঞাপন
সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের বলেন, পরিবেশ ও নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/টিবি

